‘ভূমিপুত্র প্রার্থী চাই’, উত্তরকন্যার সামনেই পড়ল তৃণমূলের পোস্টার

উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয় উত্তরকন্যার সামনে পোস্টার ঘিরে চাঞ্চল্য। বুধবার সকালেই উত্তরকন্যার সামনে দেখা যায় তৃণমূলের সৈনিকের তরফে লেখা কয়েকটি পোস্টার। তাতে লেখা রয়েছে, আমরা ভূমিপুত্রকেই প্রার্থী চাই। প্রসঙ্গত ওই বিধানসভা কেন্দ্রটি ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এবং সেখানকার বিদায়ী বিধায়ক রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী গৌতম দেব। ফলে এই পোস্টারের নিশানায় যে তিনিই সেটা বলাই বাহুল্য। এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল। কিন্তু তার আগেই প্রার্থী নিয়ে দলের অন্দরের অসোন্তোষ প্রকাশ্যে চলে এল। ফলে চরম অস্বস্তিতে পড়ে গেল শাসকদল।

 সূত্রের খবর, প্রার্থী তালিকায় ভালোই রদবদল করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে খোদ মন্ত্রীর বিরুদ্ধেই পোস্টার পড়ায় প্রবল চাপে শাসকদল। এদিন সকালেই উত্তরকন্যা, ভালোভাসা মোড় সহ ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার একাধিক জায়গায় এই পোস্টার পড়েছে। তাতে লেখা রয়েছে, ‘ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমরা ভূমিপুত্র চাই’। সৌজন্যে ‘আমরা দিদির তৃণমূল কংগ্রেসের সৈনিক’।  তবে এই ‘ভূমিপুত্র’ বলতে কাকে বোঝানো হয়েছে সেটা জানা যায়নি। তবে এটা পরিস্কার ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে তৃণমূলেরই একাংশ গৌতম দেব-কে প্রার্থী হিসাবে চাইছেন না।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.