সুখবর! জুলাইয়ে বকেয়া তিন কিস্তি DA কেন্দ্রীয় কর্মচারীদের

বড়সড় সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। করোনা আবহে আটকে থাকা মহার্ঘ্য ভাতা বা ডিএ দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র। মঙ্গলবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিয়ারনেস রিলিফ (ডিআর) দেওয়া হবে। বকেয়া ৩টি কিস্তিই মিটিয়ে দেওয়া হবে। আগামী ১ জুলাই থেকে কার্যকরী হবে সংশোধিত হারে ডিএ এবং ডিআর। মঙ্গলবার রাজ্যসভায় লিখিত জবাবে অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, করোনা  পরিস্থিতির মধ্যে সরকারি কর্মচারীদের তিন কিস্তির মহার্ঘভাতা আটকে দেওয়া হয়েছিল। ফলে প্রায় ৩৭,৪৩০.০৮ কোটি টাকারও বেশি বাঁচিয়েছে কেন্দ্র। যা করোনার সঙ্গে লড়াইয়ে দেশকে সাহায্য করেছে। উল্লেখ্য, গত বছরের ১ জানুয়ারি, ১ জুলাই এবং চলতি বছরের ১ জানুয়ারিতে বর্ধিত মহার্ঘভাতা বকেয়া রয়েছে। গত বছর ৫০ লাখ সরকারি কর্মচারীদের মহার্ঘভাতায় ৪ শতাংশ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কিন্তু করোনা সংক্রমণের বৃদ্ধি হওয়ায় সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়। এরপর থেকে পরবর্তী আরও দুটি কিস্তি মহার্ঘ্য ভাতা বকেয়া হয়ে গিয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এবং পেনশনভোগীদেরও ডিয়ারনেস রিলিফ আটকে গিয়েছিল করোনা আবহে। এবার দুটি ক্ষেত্রেই ছাড়পত্র দিতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। স্বভাবতই খুশির হওয়া কর্মী আধিকারিকদের মধ্যে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post