করোনা টেস্ট করাতে আসা স্বাস্থ্যকর্মীকে ঘাবড়ে দিলেন মাস্টারব্লাস্টার্স, দেখুন…

করোনা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করতে আসা স্বাস্থ্যকর্মীদের রীতিমতো চমকে দিলেন মাস্টারব্লাস্টার্স শচিন তেন্ডুলকার। করোনা ভ্যাকসিন এসে গিয়েছে ইতিমধ্যেই। তবুও যারা এখনও ভ্যাকসিন পান নি তাঁদের নিয়মিত করোনা পরীক্ষা করাতে হচ্ছে। বিশেষ করে খেলোয়ারদের। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের খেলা চলছে। ভারতের প্রাক্তন কিংবদন্তী শচিন খেলছেন ইন্ডিয়ান লেজেন্ডস দলের হয়ে। তাঁদের পরবর্তী ম্যাচের খেলা ইংল্যান্ড লেজেন্ডস দলের সঙ্গে। এই ম্যাচে খেলতে নামার আগে ছিল বাধ্যতামূলক করোনা পরীক্ষা। সেইমতো PPE কিট পড়া এক স্বাস্থ্যকর্মী তাঁর লালারসের নমুনা সংগ্রহ করতে তাঁর কাছে আসতেই মাস্টারব্লাস্টার্স মুখে অদ্ভুত শব্দ করতে থাকেন। সেই সঙ্গে মুখের নানান অঙ্গভঙ্গীও করতে থাকেন। যা দেখে ঘাবড়ে যান ওই স্বাস্থ্যকর্মী। তিনি ভাবেন, কোনও সমস্যায় পড়েছেন হয়তো শচিন। কিন্তু কিছু সময় পরই ভুল ভাঙে, আচমকাই হাসতে শুরু করেন ক্রিকেটের ঈশ্বর। নিছকই মজার ছলে তিনি যে এটা করছিলেন সেটা বুঝিয়েও দেন ওই স্বাস্থ্যকর্মীকে। এই মজার ঘটনার একটি ভিডিও শচিন ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেই সঙ্গে লেখেন, ‘আমি ২০০ টেস্ট খেলেছি, আর ২২৭ বার কোভিড টেস্ট করেছি। মুড হালকা করতে একটু প্রাঙ্ক করলাম’।


 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.