১৩ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, বদল হল বেশ কয়েকটি আসনে

আলিপুরদুয়ার বিধানসভা আসনে কেন্দ্রের প্রাক্তন অর্থনৈতিক উপদেস্টা অশোক লাহিড়ীকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু সেখানে প্রার্থী নিয়ে ব্যপক গোলমাল হয়। তুমুল বিক্ষোভের মাঝে শেষ পর্যন্ত ওই কেন্দ্রের প্রার্থী বদল করল বিজেপি। অশোক লাহিড়ীকে এবার টিকিট দেওয়া হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আসনে। এছাড়া মোট ১৩ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। দলীয় কর্মী সমর্থকদের বিক্ষোভে ১৩ আসনে নতুন করে প্রার্থী দিতে হল বিজেপিকে। কলকাতার চৌরঙ্গী এবং কাশিপুর-বেলগাছিয়া কেন্দ্রে প্রার্থী হতে অস্বীকার করেন টিকিট পাওয়া শিখা মিত্র এবং তপন সাহা। এই দুই আসনেও প্রার্থী বদল করতে হল বিজেপিকে। চৌরঙ্গী আসনে কংগ্রেস নেতা সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্রকে টিকিট দিয়েছিল বিজেপি। কিন্তু তিনি বেঁকে বসেন, এবার ওই আসনে নতুন করে টিকিট দেওয়া হল দেবব্রত মাঝিকে। 

 

অপরদিকে কাশিপুর-বেলগাছিয়া কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল তপন সাহাকে, তিনিও প্রার্থী হতে অস্বীকার করেন, তাঁর জায়গায় এখন প্রার্থী করা হল শিবাজী সিংহ রায়কে। দার্জিলিং কেন্দ্রে টিকিট পেলেন নীরজ জিম্বা তামাং। উল্লেখ্য, সম্প্রতি কলকাতার ভোটার হয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তবে তাঁকে এবারও কোনও আসনে টিকিট দেওয়া হয়নি। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল মিঠুন এবার বঙ্গ ভোটের ময়দানে সরাসরি নামতে পারেন। কিন্তু এখনও কোনও আসনে তাঁকে টিকিট না দেওয়ায় রহস্য আরও বাড়ছে। তবে এখনও কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রে বিজেপি কাউকে মনোনয়ন দেয়নি, দেখা যাক, ওই আসনে মিঠুনের নাম ঘোষণা করা হয় কিনা। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.