দোল হোলি উৎসবের জমায়েতে নিষেধাজ্ঞা কেন্দ্রের, রাজ্যগুলিকে চিঠি




 

 

দেশে দ্বিতীয়বার করোনা সংক্রমণ বাড়ছে। এরইমধ্যে উৎসবের মরশুম আসন্ন। সামনেই দোল-হোলি, সবেবরাত ,ঈদ, বিহু ও ইস্টার থাকার জেরে কোনোভাবেই উৎসবে জমায়েত করতে দেওয়া যাবেনা বলে নির্দেশিকা দিল কেন্দ্র।  সমস্ত রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জমায়েতে নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।  অন্যদিকে বিধানসভা ভোট একেবারে দোরগোড়ায়। রাজ্যে ভোটের  পর এই সংক্রমণ বাড়বে বিশেষজ্ঞরা তাই মনে করছেন। তাই করোনাকে ঠেকাতে এবার কেন্দ্রীয় সরকার জমায়েত না করার নির্দেশ জারি করল। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ দিল্লি সরকারের পদক্ষেপের প্রশংসা করে বলেন, ‘‘সব রাজ্যের উচিত দিল্লির মতো সিদ্ধান্ত নেওয়া।’ রাজ্যের মুখ্যসচিবদের লেখা চিঠিতে স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব আরতি আহুজা হোলি, সবে বারাত, বিহু, ইস্টার ও ইদ উৎসবের দিনে সব রাজ্যকে স্থানীয় পর্যায়ে জনসমাগমে নিয়ন্ত্রণ ও প্রয়োজনে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কোভিড নিয়ন্ত্রণের প্রশ্নে সামান্যতম খামতি এ যাবৎ যে সাফল্য পাওয়া গিয়েছে তা নষ্ট করা যাবেনা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post