বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। ৮ দফা নির্বাচনের প্রথম দিনের লড়াই শুরু শনিবার। তার আগে বৃহস্পতিবার অর্থাৎ আজ প্রচারের শেষ দিন. শেষদিনে প্রস্তুতি তুঙ্গে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযাযয়ে প্রচার কাজ চলবে বিকেল ৫ টা পর্যন্ত। রাজ্যের ২৯৪ আসনেই বৃহস্পতিবার প্রচার চললেও বাড়তি নজরে থাকবে ৩০ কেন্দ্র। আর সেই ৩০ কেন্দ্রের প্রচারে শেষ মুহূর্তের ঝড় তুলতে রাজ্যের প্রধান দুই প্রতিপক্ষ শাসক তৃণমূল এবং বিজেপি তৈরি। আজ তৃণমূলের প্রচারে দুই মুখ. একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার আজ ৪টি সভা. পশ্চিম মেদিনীপুরের দাঁতন, মেদিনীপুর সদর ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ও সাগরে সমাবেশ রয়েছে তাঁর। অভিষেকও এই দুই জেলাতেই থাকছেন। দক্ষিণ ২৪ পরগনার সাগর ছাড়াও ডায়মন্ড হারবারে কর্মসূচি রয়েছে। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দাঁতন, মেদিনীপুর আসনে যাবেন। দু’টি সভা রয়েছে পুরুলিয়ার বান্দোয়ান এবং বাঘমুণ্ডিতে।
আজ ও বিজেপির রয়েছে প্রচারকাজ। বেশকয়েকদিন বাংলায় প্রচার চালাচ্ছে অমিত শাহ. তিনি ও আজ ৪ সভা করবেন। বাঘমুণ্ডি, ঝাড়গ্রাম, মেচেদা, বিষ্ণুপুর। একটি কর্মিসভাও করবেন। সেই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ৩ সভা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহেরও ৩ সভা। বৃহস্পতিবার রাজ্যে ভোট প্রচারে দুই নতুন মুখ আনছে বিজেপি। একজন ক্রিকেটার সাংসদ গৌতম গম্ভীর ও অপর জন সদ্য বিজেপি-তে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী। গৌতম দাঁতন, সোনামুখী, চুঁচুড়ায় থাকবেন। আর মিঠুন ছাতনা, শালতোড়া, ঝাড়গ্রাম, রায়পুর। প্রথম দফা নির্বাচনের আগে লড়াই টা একেবারে বলা যায় হাড্ডাহাড্ডি।
Post a Comment
Thank You for your important feedback