দেশে আক্রান্ত বেড়ে ৫৩ হাজার , হু হু করে বাড়ছে সংক্রমণ

 
দেশে এবার দ্বিতীয়বার করোনার নয়া স্ট্রেন আছড়ে পড়েছে। ইতিমধ্যে মহারাষ্ট্র বেসামাল অবস্থা।  গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ। করোনা অতিমারি পর্বে এখনও পর্যন্ত দেশের কোনও রাজ্যে এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি। একদিনে ৩১ হাজার ৮৫৫ জন আক্রান্ত হয়েছেন সেখানে। এর মধ্যে শুধু মাত্র মুম্বইয়ে আক্রান্ত ৫ হাজারের বেশি। মহারাষ্ট্রের পুণে, নাগপুর, ঠাণে, অওরঙ্গাবাদের মতো জেলাগুলিতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী , গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৩ হাজার ৪৭৬ জন। এদিকে শুধু  মহারাষ্ট্র  নয়  অন্যান্য রাজ্যগুলির পরিস্থিতি  খুব খারাপের দিকে যাচ্ছে । তালিকায় রয়েছে পাঞ্জাব, কর্ণাটক , তামিলনাড়ু ,ছত্তিশগড় আরো খারাপের দিকে যাচ্ছে। একেই টিও রাস্তাগাহতে সাদাহরণ মানুষের মুখে মাস্ক নেই,দূরত্ববিধির বালাই নেই. সামনেই আবার  দোল -হোলি,সবেবৱাত ,ঈদের মতো উৎসবে আরো মানুষ জমায়েত হবে। এতে কিন্তু সংক্রমণ ছড়াবে আরো বিশেষজ্ঞরা তাই মনে করছেন। এদিকে এই উতসবে যাতে প্রকাশ্যে জমায়েত না হয় তারজন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে রাজ্য কে চিঠি দিয়েছেন। দিনে দিনে যেভাবে বাড়ছে সংক্রমণ তাতে কপালে চিন্তার ভাঁজ পড়ছে আমজনতার। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post