প্রায় ৮০ বছর আগে আপনার এলাকা কেমন ছিল? দেখাবে গুগল আর্থ




 

 

গুগল আর্থ  সম্পর্কে কমবেশি সবাই জানেন। এর মাধ্যমেই স্যাটেলাইট ছবিতে নিজের নিজের এলাকার ছবি দেখা যায় পাখির চোখে। কিন্তু সেটা না হয় সাম্প্রতিক ছবি। কিন্তু আপনার ইচ্ছা হয় টাইম মেশিনে চড়ে পুরোনো দিনে আপনার এলাকা কেমন ছিল দেখার। ধরুন আপনার জন্মের আগে, বা ৫০ কিংবা ৮০ বছর আগের পরিস্থিতি দেখার ইচ্ছে হল আপনার। এবার সেই উপায় করে দিচ্ছে গুগল আর্থ   অ্যান্ড্রয়েড অ্যাপ। এই নতুন ফিচারে আপনি আপনার এলাকা আগে কেমন ছিল তা দেখতে পারবেন সহজেই। সংস্থার পক্ষ থেকে জানা যাচ্ছে গুগল আর্থ এর আপডেট ভার্সন গুগল আর্থ প্রোতে নতুন টাইম মেশিন ফিচার আনা হবে। যা ডেক্সটপ ও মোবাইল মাধ্যমে দেখতে পারবেন গ্রাহকরা। সূত্রের খবর, বর্তমানে টাইম ল্যাপসের মাধ্যমে ১৯৮৪ সাল পর্যন্ত ফিরে যাওয়া সম্ভব হচ্ছে। তবে নতুন এই ফিচারের মাধ্যমে আরও অনেক বছর পিছিয়ে যাওয়া সম্ভব হবে। এখন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল আর্থ প্রো-তে এই নতুন ফিচার দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে খুব শীঘ্রই গোটা বিশ্বের মানুষ এই সুবিধা পাবেন। এর ফলে আপনি যেখানে জন্মেছিলেন সেই জায়গা ৮০  বছর আগে কেমন ছিল সেটা সহজেই দেখতে পাবেন। এই সুবিধা শুধু মনোরঞ্জনের জন্যই নয়, এতে ভবিষ্যতের পরিকল্পনা করতেও কাজে লাগবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.