মেদিনীপুরে ভিড়ে জমজমাট ‘শাহী’ রোড শো

বঙ্গে পদ্মফুল ফোটাতে মরিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলায় ভোট প্রচারে আসছেন একের পর এক সর্বভারতীয় নেতা। তালিকায় একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। কিন্তু অমিত শাহ এই তালিকায় সবচেয়ে উজ্জ্বল নাম। প্রথম দফার ভোটের আর মাত্র দিন কয়েক বাকি। এর আগেই দুই মেদিনীপুরে প্রচারের ঝড় তুলছে বিজেপি। এদিন দুপুরে অমিত শাহ দক্ষিণ ২৪ পরগনায় জনসভা করেন। এরপর সোজা চলে যান মেদিনীপুরে। সেখানে বিজেপি প্রার্থীদের সমর্থনে এক রোড শো করলেন। আর তাঁর এই রোড শো ঘিরে ছিল স্থানীয় মানুষদের বিপুল উদ্দিপনা এবং উন্মাদনা।


কাঁথি হাইওয়ে থেকেই শুরু হয় স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শো। হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের মাঝেই এগিয়ে চলে মিছিল। রাস্তার দুধারেও ছিল বিশাল মানুষের ভিড়। কাঁথি শহরের মধ্যে দিয়ে গিয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে শেষ হয় রোড শো। রাস্তার দুধারে অনেকেই অমিত শাহকে স্বাগত জানালেন আজ। দুপাশের বাড়ির ছাদ, বারান্দায়ও বহু উৎসাহিত মানুষ জড়ো হয়েছিলেন।  আর এদিনের জনজোয়ার দেথে উৎসাহিত বিজেপি নেতৃত্ব। রোড শো থেকেই তিনি সিএন নিউজকে বললেন, এই ভিড়ই বলে দিচ্ছে আগামী ২ মে বাংলায় পরিবর্তন হবে। এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বাংলায় সরকার গড়বে বিজেপি।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.