দোলে নন্দীগ্রামে যাচ্ছেন মমতা, বহিরাগত নিয়ে কমিশনে নালিশ তৃণমূলের

সফরসূচিতে কোনও রকম নাটকীয় পরিবর্তন না হলে দোলের দিন নন্দীগ্রামেই থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে নন্দীগ্রামেই প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন পেশ করার পর নন্দীগ্রামে প্রচার করাকালীন তাঁর পায়ে চোট লাগে। তড়িঘড়ি তাঁকে কলকাতায় এনে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। ৪৮ ঘন্টা হাসপাতালে কাটিয়ে বাড়ি ফেরেন তিনি। এরপর আরও দুদিন বিশ্রাম নিয়ে পায়ে প্লাস্টার নিয়েই তিনি জেলা সফরে বেরিয়ে পড়েছেন। ফলে তিনি নিজের কেন্দ্রেই প্রচারে যেতে পারেননি এরপর। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ মার্চ, রবিবার দোলের দিন নন্দীগ্রামে থাকবেন মমতা। উল্লেখ্য, আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। ফলে একেবারে শেষ দফার প্রচারে তিনি সামিল হবেন। 


অপরদিকে নন্দীগ্রামের একাধিক বাড়িতে বহিরাগত রয়েছেন বলে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সেখানে বহিরাগতদের জড়ো করছে। এই মর্মে বেশ কয়েকটি বাড়ির ঠিকানা দিয়েই নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, মোট চারটি বাড়ির ঠিকানা দেওয়া হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন চিঠিতে দাবি করেছেন, ওই ঠিকানাগুলিতে বাইরে থেকে দুষ্কৃতীদের এনে আশ্রয় দেওয়া হয়েছে। তাঁরা বেশ কিছু দিন ধরে ওই সব বাড়িতে রয়েছেন। এমনকি পুলিশকে জানালেও তাঁরা কোনও ব্যবস্থা নেয়নি।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.