সামনেই বিধানসভা ভোট। তারইমাঝে একঝাঁক তারকা যোগদান করলেন শাসকদলে। মঙ্গলবারও যোগ দিলেন টেলিভিশনের একঝাঁক পরিচিত মুখ। 'সাঁঝের বাতি' ধারাবাহিকের অভিনেতা শেখ রেজওয়ান। অন্যদিকেও আরো এক ধারাবাহিক 'কে আপন কে পর', ‘রানু পেলো লটারি’-র মতো মেগা সিরিয়ালে অভিনয় করা পায়েল দে। এছাড়া ‘জল নুপুর’, ‘এখানে আকাশ নীল’ অভিনেত্রী প্রিয়া পালও যোগ দিলেন তৃণমূলে। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁদের এই যোগদান। তারকা যোগদানের পাশাপাশি এদিন তৃণমূলে যোগ দিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বরাজ ঘোষ। প্রত্যেকের হাতে এদিন তৃণমূলের পতাকা তুলে দেওয়া হল। যোগদানের পর টলি তারকারা নারীসুরক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন। মমতা দিদির শাসনকালে নারীদের সুরক্ষা আছে কলকাতায়। এমনকি রাতে বাড়ি ফিরতে কোনও ভয় নেই বলেই জানালেন টেলি অভিনেত্রী নৈহাটির বাসিন্দা প্রিয়া পাল।
Thank You for your important feedback