দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বিগত কয়েকদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের বেশি হচ্ছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় তার ব্যতিক্রম হয়নি। গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সকাল পর্যন্ত) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪১ হাজার মানুষ। মহারাষ্ট্রের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ভোটমুখী রাজ্য কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি। এই রাজ্যেও বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে হঠাৎ করোনার এই বাড়বাড়ন্তের নেপথ্যে সবচেয়ে বড় কারণ মহারাষ্ট্রের মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতা। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকে পরিসংখ্যান অনুযায়ী, মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ১৬৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার জেরে প্রাণ হারিয়েছেন ১৯৯ জন। আবার এই সময়ে করোনামুক্ত হয়েছেন মাত্র ২৯ হাজার ৭৮৫ জন। ফলে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা, ৩ লাখ ৪৫ হাজার ৩৭৭। যেভাবে বাড়ছে সংক্রমণ এতে গোটা দেশ কিন্তু চিন্তিত।
Thank You for your important feedback