দিদির প্রচারে আসতে চান 'ভাইয়া' অরবিন্দ

দেশের কংগ্রেস এবং বাম দলগুলি বাদ দিয়ে বাকি সমস্ত বিরোধী দলই আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। এমনকি বিহারে বিজেপির জোটসঙ্গী নীতীশকুমারও মমতার বিরুদ্ধে প্রচার করতে চাইছেন না। এবার আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরাসরি জানালেন তিনি পশ্চিমবঙ্গে প্রচারে আসতে চান। সম্প্রতি দিল্লির কিছু নির্দেশনামা কেজরিওয়ালের বিরুদ্ধে গিয়েছিল, ওই সময়ে মমতা কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছিলেন। কেজরিওয়ালকে সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এবার মমতার পাশে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানাতে রাজ্যে প্রচারে আসতে চাইছেন দিল্লির মুখ্যমন্ত্রী।


অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন যে তিনি দিদির পাশে থাকতে চান। তিনি এও দাবি করেন, যে তিনি দিদির ‘ভাইয়া’। কেজরিওয়াল জানিয়েছেন যে, এই পাশে থাকার বার্তা তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে তিনি তাঁর সমস্ত দল নিয়ে এসে প্রচারে আগ্রহী। সর্বগ্রাসী বিজেপিকে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে দেওয়া যাবে না। দেখার বিষয় শারদ পাওয়ার থেকে শিবসেনা, তেজস্বী যাদব থেকে অরবিন্দ কেজরিওয়ালের সহযোগিতা নেন কিনা মমতা। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.