বলি তারকা আমির খান এবার করোনার কবলে, বন্ধ শ্যুটিং

বহু চর্চিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’-র শ্যুটিং চলাকালীনই করোনায় আক্রান্ত হলেন বলি তারকা আমির খান। জানা যাচ্ছে ‘মিঃ পারফেকশনিস্ট’ আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। চিকিৎসকের পরামর্শে কোভিডবিধি মেনে চলছেন। পাশাপাশি বিগত কয়েকদিনে তাঁর সংস্পর্ষে আসা শ্যুটিংয়ের সহ অভিনেতা এবং কলাকুশলীদের এবং আমিরের বাড়ি ও অফিসের কর্মচারীদেরও করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। আপাতত লাল সিং চাড্ডার শ্যুটিংয়ে বিরতি। উল্লেখ্য, বলিউডের বহু তারকাই করোনায় আক্রান্ত হয়েছেন এর আগে। কিন্তু মাঝে কিছুটা বিরতি ছিল। আনলক পর্বে সিনেমার শ্যুটিংও শুরু হয়েছিল কোভিডবিধি মেনে। কিন্তু ফের দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমির খানের মতো তারকা করোনায় আক্রান্ত হওয়ায় বলিউডে উদ্বেগ ছড়িয়েছে। আমির খানের পাশাপাশি এখন করোনার কবলে রয়েছেন পরিচালক সতীশ কৌশিক, তারা সুতারিয়া, কার্তিক আরিয়ান, আশিষ বিদ্যার্থী, গওহর খানের মতো তারকারা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.