আইপিএল শুরুর আগেই ধাক্কা সানরাইজার্স হায়দরাবাদ দলে। এবারের আইপিএল থেকে সরে দাঁড়ালেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। ফলে আচমকাই বিপদে পরে কর্তৃপক্ষ। তড়িঘড়ি আইপিএল কমিটির কাছে বিকল্প ক্রিকেটার নেওয়ার আবেদন করে হায়দরাবাদ। যাতে সম্মতি দেয় বোর্ড। আর চটজলদি বিকল্প ক্রিকেটার বেছেও নিল হায়দরাবাদ। মিচেল মার্শের পরিবর্তে এবার সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে যোগ দিলেন ব্রিটিশ ওপেনার জেসন রয়।হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির তরফেও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে মার্শের বদলে জেসনের স্কোয়াডে যোগ দেওয়ার খবর জানানো হয় সমর্থকদের।
Due to personal reasons, Mitchell Marsh will be opting out of #IPL2021.
— SunRisers Hyderabad (@SunRisers) March 31, 2021
We would like to welcome @JasonRoy20 to the #SRHFamily! 🧡#OrangeOrNothing #OrangeArmy pic.twitter.com/grTMkVUns4
Post a Comment
Thank You for your important feedback