আবারও দেশের অ-বিজেপি নেতা-নেত্রীদের এক মঞ্চে হাজির করানোর পরিকল্পনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী দলগুলির নেতা-নেত্রীদের বিজেপির বিরুদ্ধে ৭ দফা ইস্যু তুলে ধরে তিন পাতার চিঠি দিলেন তিনি। মূলত বিরোধী দলগুলিকে একজোট করতেই উদ্যোগী হলেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন সোনিয়া গান্ধি, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, এম কে স্টালিন, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন, নবীন পট্টনায়েক, জগনমোহন রেড্ডি, কেএস রেড্ডি, ফারুক আবদুল্লা সহ মোট ১৪ জন বিরোধী নেতা-নেত্রীদের। আর ওই চিঠিতে তিনি লিখেছেন, বিজেপি সংবিধান মেনে কাজ করছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বিরোধী দলের নেতাদের ভয় দেখাতেই কাজে লাগানো হচ্ছে।
পাশাপাশি রাজ্যপালের অফিসকেও রাজনৈতিক কাজে ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি নেতারা। পাশাপাশি চিঠিতে তিনি অভিযোগ করেছেন, দিল্লির প্রশাসনিক ক্ষমতা সংক্রান্ত বিল আঘাত করেছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয়। তবে দিল্লি ব্যতিক্রমী নয়, গোটা দেশেই এটা করছে বিজেপি। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের আগেই মমতা সচেষ্ট হয়েছিলেন বিজোপি বিরোধী জোট তৈরি করতে। সেবার কলকাতার ব্রিগেডে বিশাল জনসভায় হাজির করেছিলেন বিজেপি বিরোধী একঝাঁক নেতাদের। তবে সেই জোট বাস্তবায়িত হয়নি। এবারও তিনি একযোগে কেন্দ্রের বিজেপি বিরোধী নেতাদের একত্রিত করার কাজ শুরু করলেন সাত দফা ইস্যুতে চিঠি দিয়ে।
Post a Comment
Thank You for your important feedback