স্বাধীনতার ৭৫তম বর্ষে অমৃত উৎসব, ঘোষণা নরেন্দ্র মোদীর

স্বাধীনতার ৭৫তম  বর্ষে দেশজুড়ে শুরু হবে 'অমৃত মহোৎসব’। রবিবার ছিল ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৭৫তম সংখ্যা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে আবেদন রাখলেন, এখানে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁদের ইতিহাস তুলে ধরতে পারেন সাধারণ মানুষ। এই 'অমৃত মহোৎসব ' ২০২৩ সাল পর্যন্ত চলবে। পাশাপাশি তিনি দাবি করেন, করোনা মোকাবিলায় গত বছর ঘোষিত জনতা কার্ফু বিশ্বের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। তিনি কার্যত জনতা কার্ফু-কে বিশ্বের কাছে এক অনুপ্রেরণা হিসাবে তুলে ধরেন। তিনি বলেন, ‘গত বছর এই সময়ই জনতা কার্ফু পালন করা হয়েছিল। যা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়েছে। ভারতে বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচি করা হচ্ছে। প্রবীণরা টিকা নিচ্ছেন’। তবে তিনি এও বলেন, যারা করোনার টিকা নিচ্ছেন বা নিয়েছেন তাঁরাও যেন কোভিডবিধি মেনে চলেন। ভারতের টিকাকরণ কর্মসূচিকে বিশ্বের বৃহত্তম কর্মসূচি বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত বছর এই সময়ে আদৌ করোনার কোনও টিকা আসবে কিনা, তা কবেই বা আসতে পারে, সেটাই কেউ জানতেন না। আজ বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচী ভারতে। তবে সব শেষে তিনি দেশবাসীকে করোনা অতিমারী নিয়ে একবার সতর্ক করে দিয়ে স্মরণ করিয়ে দিলেন, দোল,হোলি,শবেবরাত মতো অনুস্টহানে একসাথে যাতে জমায়েত না হয়।
 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.