রবি সন্ধ্যায় সল্টলেক ইজেডসিসি অডিটোরিয়ামে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যার পোশাকী নাম দেওয়া হয়েছে ‘সোনার বাংলা সংকল্পপত্র-২০২১’। ইস্তেহার প্রকাশের পর অমিত শাহ বলেন, ‘এখন সরকার ইস্তাহারের ওপর তৈরি হয়। এটা বিজেপি দেখিয়েছে। তবে আমরা ঘোষণাপত্রের বদলে আমরা সংকল্পপত্র বলি’। অমিত শাহ বলেন, এই সংকল্প পত্রে বলা হয়েছে কিভাবে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, এই ইস্তেহার তৈরি করার আগে সাধারণ মানুষের কাছে গিয়েছিলাম। বাড়ি বাড়ি গিয়ে মতামত নেওয়ার পাশাপাশি সোশাল মিডিয়াতেও পরামর্শ নিয়েছি। যা আসলে সোনার বাংলা গড়ার আধার।
একনজরে দেখে নিন বিজেপির ইস্তেহারে কি কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে…
- ১১ হাজার কোটি টাকার সোনার বাংলা ফান্ড গড়ে তোলা হবে।
- কলকাতাকে ফিউচার সিটি হিসেবে গড়ে তোলা হবে।
- মেট্রোরেল শ্রীরামপুর, কল্যাণী এবং ধুলাগড় পর্যন্ত সম্প্রসারণ করার পরিকল্পনা।
- রাজ্যে ৯টি পর্যটন সার্কিট গড়ে তোলা হবে।
- উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও সুন্দরবনে তিনটি এইমস-এর ধাঁচে হাসপাতাল তৈরি করবে বিজেপি সরকার।
- মেডিকেল কলেজে চিকিৎসক এবং নার্সের আসন সংখ্যা দ্বিগুণ করা হবে।
- প্রয়াত শৈলেন মান্নার নামে ক্রীড়া বিশ্ববিদ্যালয়।
- কলকাতায় সোনার বাংলা মিউজিয়াম গড়ে তোলা হবে।
- মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে।
- প্রতিটি ব্লকে একটি করে একলব্য মডেল আবাসিক স্কুল তৈরি হবে।
- রাজ্যের সর্বত্র অন্নপূর্ণা ক্যান্টিন, যেখানে ৫ টাকায় মিলবে তিনবেলা সুষম আহার।
- প্রথম মন্ত্রিসভাতেই সিদ্ধান্ত নেওয়া হবে শরণার্থীদের নাগরিকত্ব দিতে।
- মহিলাদের মন পেতে বিজেপির ইস্তেহারে সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি।
- ১৮ বছর বয়েস হলেই মিলবে এককালীন ২ লাখ টাকা।
- কেজি থেকে এমএ পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে।
- তফসিলি ও অন্যান্য অনগ্রসর শ্রেণি ও আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারে কন্যা সন্তান জন্ম নিলেই ৫০ হাজার টাকার বন্ড।
- ১৮ বছরের পর বিয়ে হলে তফসিলি ও অন্যান্য অনগ্রসর শ্রেণি ও আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারে মেয়েরা পাবেন এককালীন ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট।
- রাজ্য পুলিশে ৯টি মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে।
- রাজ্য রিজার্ভ পুলিশেও তিনটি আলাদা ব্যাটালিয়ন।
- প্রতিটি থানায় মহিলাদের জন্য হেল্প ডেস্ক।
- বিধবা ভাতা বাড়িয়ে ৩০০০ টাকা করা হবে।
- মহিলাদের এককালীন ২০ হাজার টাকা করে ঋণ।
- স্কুল, কলেজে, বাজারে ৫০ হাজার সেনেটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন, মাত্র এক টাকায় মিলবে স্যানিটারি ন্যাপকিন।
- মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে।
Thank You for your important feedback