এক নামে মনোনয়ন জমা দিয়ে অন্য নামে প্রচার করা নির্বাচনী আইন বিরোধী। তাই ডোমজুড়ের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করা হোক। এই মর্মে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুড়ে তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ। আর বিজেপির টিকিটে ডোমজুড়ে লড়ছেন রাজীব। কিন্তু কেন তিনি তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্র খারিজের দাবি জানালেন? রাজীব বন্দ্যোপাধ্যায়ের দাবি, ডোমজুড়ের তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ নামে প্রচার চালাচ্ছেন। ওদিকে মনোনয়ন জমা দিয়েছেন কল্যাণেন্দু ঘোষ নামে। মনোনয়নপত্রে সইও করেছেন তিনি কল্যাণেন্দু ঘোষ নামে। কিন্তু হলফনামার জন্য কেনা স্ট্যাম্প পেপারটি আবার কেনা হয়েছে কল্যাণ ঘোষের নামে। যেটা নির্বাচনী আইনের বিরুদ্ধে বলেই দাবি করছেন বিজেপি প্রার্থী।
রাজনৈতিক এবং আইন বিশেষজ্ঞরাও বলছেন এটা আইন বিরুদ্ধ কাজ। কারণ বিধি অনুযায়ী কোনও প্রার্থী যে নামে মনোনয়ন জমা করবেন তাঁকে ওই নামেই যাবতীয় প্রচার সারতে হয়।এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ টলিউডের তারকা দেব। তাঁর ভালো নাম হল দীপক অধিকারী, তাই ওই নামেই তাঁকে প্রচার চালাতে হয়েছিল বিগত লোকসভা নির্বাচনে। এখন দেখার রাজীবের অভিযোগের তদন্ত করার পর নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয়। যদি তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হয় তবে এটা হবে দ্বিতীয় ঘটনা। কারণ এর আগে পুরুলিয়া জয়পুর আসনেও তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন।
Thank You for your important feedback