আর নয় তৃণমূল, এবার দল ছাড়লেন দেবশ্রী রায়



একরাশ অভিমান নিয়ে তৃণমূল ছাড়লেন রায়দিঘির বিদায়ী বিধায়ক দেবশ্রী রায়। এবার তাঁকে টিকিটও দেননি তৃণমূল নেত্রী। ফলে দেবশ্রী রায়ের মনে হয়েছে, দল তাঁকে ব্যবহার করেছে, কিন্তু যোগ্য সম্মান দেয়নি। সোমবারই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি পাঠিয়েছেন দেবশ্রী রায়। তাতে জানিয়েছেন, তিনি তৃণমূলের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করতে চান। যদিও এই জল্পনা আগেও বহুবার উঠেছিল যে দেবশ্রী রায় তৃণমূল ছাড়তে চলেছেন। এতদিনে সেই জল্পনায় শিলমোহর দিলেন সয়ং রায়দিঘির বিধায়ক। দলের বিরুদ্ধে একরাশ অভিমান এবং ক্ষোভও উগড়ে দিয়েছেন সুব্রত বক্সিকে লেখা চিঠিতে। ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন, দু’বার বিধায়ক হলেও তাঁকে মন্ত্রীত্ব বা ভালো কোনও পদ দেওয়া হয়নি। এমনকি তাঁর পছন্দের জায়গা, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও করা হয়নি। সবমিলিয়ে ক্ষুব্ধ দেবশ্রী। তবে এবার কি করবেন? বিজেপিতে যাবেন নাকি রাজনৈতিক সন্নাস নেবেন অভিনেত্রী? দেবশ্রী জানাচ্ছেন, আপাতত অভিনয়ে ফিরতে চাই, বেশ কয়েকটা অফার আছে।

প্রসঙ্গত, রায়দিঘি বিধানসভা কেন্দ্রে এবার দেবশ্রী রায়কে টিকিট দেয়নি তৃণমূল। তাঁর বিরুদ্ধে কয়েকটি অভিযোগ উঠেছিল বিভিন্ন সময়। সম্প্রতি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন টোটো দূর্নীতির। আবার স্থানীয় তৃণমূল কর্মী এবং নেতৃত্বও বিধায়ককে নিয়ে অসন্তুষ্ট ছিল। তাঁকে এলাকায় পাওয়া যেত না বলেও অভিযোগ রয়েছে। সবমিলিয়ে তৃতীয় বারের জন্য টিকিট যে তিনি পাচ্ছেন না সেটা আগেই পরিস্কার হয়ে গিয়েছিল। যদিও তিনি নিজেই আর রায়দিঘি থেকে দাঁড়াতে চান না বলে জানিয়েছিলেন। এখন দেখার তিনি পদ্ম শিবিরের দিকে ঝোঁকেন কিনা।



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post