হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তামিলের জনপ্রিয় অভিনেতা বিবেক। অসুস্থ থাকায় অভিনেতাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর বৃহস্পতিবার তিনি করোনা টিকা নেন। যদিও চিকিৎসকরা জানান, টিকা নেওয়ার জন্য তার মৃত্যুর কোনও সম্পর্ক নেই। হাসপাতালের তরফে জানানো হয়েছে, বিবেকের ধমনীর ১০০ শতাংশ বন্ধ হয়ে গেছিল। করোনার অ্যাঞ্জিগ্রাম করা হয় পরে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, তাঁকে ইসিএও সাপোর্টের রাখা হয়েছে। যেখানে তাঁর শরীরে পাম্প করে অক্সিজেন এবং রক্ত দিতে হচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হল না। আজ ভোর চারটে নাগাদ তিনি প্রাণ হারালেন। দক্ষিণী সিনেমায় বিবেকের মুখ জনপ্রিয়। বিখ্যাত অভিনেতা রজনীকান্ত, কমল হাসানের সঙ্গে একই স্ক্রিনে বিবেককে বহু সিনেমায় দেখা গেছে। তবে তার চলার পথ এখানেই শেষ হয়ে গেল।
Thank You for your important feedback