শীতলকুচির পর দেগঙ্গায়, এবার শূন্যে গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী!

কোচবিহারের শীতলকুচির পর এবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী। তবে এবার বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ভিড় হালকা করতে শূন্যে এক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। সেইসঙ্গে লাঠিচার্জের অভিযোগও উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তবে নির্বাচন গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে। স্থানীয় সূত্রে খবর, দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের চাকলা পঞ্চায়েতের ২১৫ নম্বর বুথে গোলমালের সূচনা। বুধের ২০০ মিটারের মধ্যেই জমায়েত হয়েছিল। সেখানে কেন্দ্রীয় বাহিনীর একটি দল আসে এবং শূন্যে এক রাউন্ড গুলি চালিয়ে লাঠি নিয়ে তাড়া করে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে। ঘটনার দ্রুত রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। স্থানীয়রা দাবি করলেও প্রাথমিক রিপোর্টে গুলি চালানোর ঘটনার কোনও উল্লেখ নেই। গোটা ঘটনায় বিভ্রান্তি তৈরি হয়েছে। উল্লেখ্য, গত ১০ মার্চ চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.