ভোট পরবর্তী হিংসায় কেঁপে উঠল নৈহাটি, রাতভর বোমাবাজি, আহত ১০

ভোট মিটতেই সংঘর্ষ নৈহাটিতে। রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল নৈহাটির বিস্তৃর্ণ এলাকা। দফায় দফায় বোমাবাজিতে কেঁপে উঠল বিভিন্ন এলাকা। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। নৈহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী তানিয়া কুণ্ডুর বাড়িতে বোমাবাজি করে একদল দুষ্কৃতী। প্রায় ১০-১৫টি বোমা ছোড়া হয়েছে বলেই অভিযোগ। এরপরই জায়গায় জায়গায় শুরু হয় অশান্তি। এমনকি নৈহাটি থানার সামনেই বেশ কয়েকটি বোমা পড়ে বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। সূত্রের খবর, শুক্রবার রাতভর নৈহাটির বিজয়নগর, সাহেব কলোনি, স্টেশন সংলগ্ন এলাকায় ব্যপক বোমাবাজি হয়েছে। সেই সঙ্গে অন্তত ২০ থেকে ২৫ রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ স্থানীয়দের। বিজেপির অভিযোগ, বিভিন্ন জায়গায় তাঁদের ব্যানার পোস্টার ছেঁড়ার পাশাপাশি দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রতিবাদ করতেই বোমাবাজি এবং গুলি চালাতে শুরু করে তাঁরা। বিজেপির দাবি, অন্তত ১০ জন আহত হয়েছেন। ফলে রাতভর ভয়ে কাঁটা হয়ে থাকলেন নৈহাটি এবং সংলগ্ন এলাকার বাসিন্দারা। শনিবার সকালেও থমথমে নৈহাটির বিজয়নগর এলাকা।


এদিন সকালেও নৈহাটির বিভিন্ন এলাকায় চোখে পড়ছে তাণ্ডবের চিত্র। জায়গায় জায়গায় পড়ে রয়েছে ছেঁড়া পতাকা, ব্যানার, ইট। রাস্তায় রাস্তায় বোমের ছাপ। রাত থেকেই বিশাল পুলিশবাহিনী টহল দিচ্ছে নৈহাটির বিজয়নগর, সাহেব কলোনী এলাকায়। শনিবার সকালেও বিজেপি নৈহাটি থানার সামনে বিক্ষোভ দেখায়। সেখানে ছিলেন বিজেপি প্রার্থী ফাল্গুনি পাত্র। তাঁর অভিযোগ, তৃণমূল নেতা তথা প্রার্থী পার্থ ভৌমিকের আশ্রিত দুষ্কৃতীরাই আতঙ্ক ছড়াতে বোমাবাজি করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পার্থ ভৌমিক। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে নৈহাটি থানার পুলিশ।


 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post