উত্তর কোরিয়ায় অর্থনৈতিক সংকট নিয়ে মুখ খুললেন ‘একনায়ক’ কিম
0
April 09, 2021
করোনায় গোটা বিশ্বই এখন ত্রস্ত। বিভিন্ন দেশে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা মহামারীর কারণে উত্তর কোরিয়ার অর্থনীতিও মন্দার দিকে। এবার সেই কথা সরাসরি স্বীকার করলেন উত্তর কোরিয়ার কিম জং উন। উত্তর কোরিয়ার পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ায় সেখানেও লকডাউন ঘোষণা করা হয়েছিল। ফলে সেদেশে আর্থিক সংকট দেখা দিয়েছে উত্তর কোরিয়ায়। সেই সঙ্গে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। ফলে যেখানে মানুষজন খেতে পাচ্ছেনা। বহু মানুষের কাজ নেই। এবার আর পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেননি একনায়ক কিম। তিনি খোলাখুলিই স্বীকার করে নিলেন সমস্যার কথা। বৃহস্পতিবার রাজধানী পিয়ংইয়ংয়ে ওয়ার্কার্স পার্টির শাখা সচিবদের বৈঠক করেন কিম। সেখানে কিভাবে দেশের অর্থনীতিকে তোলা যায় সেটা নিয়ে আলোচনা হয়। পরে কিম জানানস ‘উত্তর কোরিয়ার অর্থনীতি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা সচল করতে হবে। পরিস্থিতির গুরুত্ব বোঝাতে বর্তমান অবস্থার সঙ্গে ১৯৯০ সালের দুর্ভিক্ষের তুলনা টেনে আনলেন কিম। যদিও আন্তর্জাতিক মহলের অভিযোগ, মানুষের মুখে খাবার তুলে দিতে না পারলেও অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে কিমের দেশ। তবে আরেক অংশের মতে একনায়ক অত্যাচারী কিমের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন উত্তর কোরিয়ার মানুষ।
Tags
Thank You for your important feedback