প্রয়াত ব্রিটেনের রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ


 ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। ফলে অবসান হল ৭৩ বছরের দাম্পত্যের। শুক্রবার সকালে উইন্ডসোর প্রাসাদেই মৃত্যু হয় ডিউক অফ এডিনবরা যুবরাজ ফিলিপের। তাঁর এই মৃত্যুসংবাদ প্রকাশ করা হয় ব্যাকিংহ্যাম প্যালেস থেকে। জানানো হয়েছে বেশ কয়েকদিন ধরেই বয়সজনিত রোগে ভুগছিলেন যুবরাজ। হৃদযন্ত্রের সমস্যা ও সংক্রমণ দুইয়ের কারণে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। গতমাসেই তিনি বাড়ি ফিরেছিলেন।

 

 


 হাসপাতাল থেকে ফেরার পথে তাঁকে সকলের উদ্দেশ্যে হাত নাড়াতেও দেখা গিয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। যুবরাজের মৃত্যুতে ব্রিটেনের সর্বত্র পতাকা অর্ধনমিত রাখার কথা বলা হয়েছে। গোটা ব্রিটেনে নেমে এসেছে শোকের ছায়া। তবে তাঁর শেষকৃত্য কবে হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। যদিও রাজ পরিবার সূত্রে জানা যাচ্ছে ফ্রগমোর কটেজের বাগানেই তাঁকে সমাধিস্থ করা হতে পারে। 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.