ভোট আবহে পুলিশকে ফের হুঁশিয়ারি মমতার


 বেমানান হলেও এটাই বাস্তব। কয়েকদিন ধরে এ কী বলছেন রাজ্যের পুলিশমন্ত্রী ? সিআরপিএফ-কে ছেড়ে এবার পুলিশকে নিশানা করছেন  মমতা বন্দ্যোপাধ্যায় ! শনিবারের পর রবিবারও ।  এদিন মুর্শিদাবাদের বহরমপুরে ভার্চুয়াল সভা থেকে তাঁর হুঁশিয়ারি, 'আমাদের পুলিশের ব্রেনটা গেছে। নির্বাচন কমিশন যা বলছে করছে । ভোটের পর কিন্তু আমরাই থাকব । যা নির্বাচন হচ্ছে, তাতে তৃণমূলের বিকল্প নেই, তৃণমূলই থাকবে '।

ভার্চুয়াল এই নির্বাচনী  সভা থেকে কমিশনকেও একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায় । আক্রমণের সুরে মমতা এদিন ফের জানান, নির্বাচন কমিশন যেন কেন্দ্রের বিজেপি সরকারের আয়না হয়ে না থাকে, তারজন্য তিনি  সুপ্রিম কোর্টে মামলা করবেন । তৃণমূল নেত্রীর দাবি, ‘সুপ্রিম কোর্টের বিখ্যাত দুই আইনজীবীর সঙ্গে আমার কথা হয়েছে । তাঁরা বলেছেন, আমাকে সব রকম সাহায্য করবেন । আমরা তো সরকারে আসছিই । কিন্তু তারপরও আমি এই ইস্যু ছাড়ব না । দেখি কতদূর যেতে পারি’।  

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post