দেশের পরবর্তী প্রধান বিচারপতি এনভি রামানা, শপথ ২৪ এপ্রিল

দেশের সর্বোচ্চ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন এনভি রামানা (Nuthalapati Venkata Ramana)। সূত্রের খবর, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর নিয়োগে শিলমোহর দিয়েছেন। ফলে আগামী ২৪ এপ্রিল তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নেবেন। আগামী ২৩ এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি এস বোবদের (Sharad Arvind Bobde)। তাঁর জায়গায় বিচারপতি রামানার নামই প্রস্তাব করেছিলেন তিনি। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসেবে রামানার মেয়াদ হবে এক বছর চার মাস। ২০২২ সালের ২৬ আগস্ট পর্যন্ত তিনি ওই পদে থাকবেন। অন্ধ্রপ্রদেশের এক কৃষক পরিবারে ১৯৫৭ সালের ২৭ আগস্ট  জন্মগ্রহন করেছিলেন এনভি রামানা। ২০০০ সালের জুন মাসে তিনি অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের স্থায়ী বিচারপতি হন। পরে দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি হন তিনি।  এরপর ২০১৪ সাল থেকে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.