আমিও বাংলার মেয়ে, তৃণমূলের হয়ে প্রচারে এসে বললেন জয়া বচ্চন


 
 একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারে নামলেন সমাজবাদী পার্টির সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন। তার আগে এদিন তৃণমূল ভবনে এক বৈঠক করেন তিনি। এরপর সাংবাদিক সম্মেলনে তিনি মনে করিয়ে দিলেন, তিনিও ‘বাংলার মেয়ে’। তিনি বলেন, আমার নাম জয়া বচ্চন। কিন্তু বিয়ের আগে আমার নাম ছিল জয়া ভাদুড়ী। আমি একজন প্রবাসী বাঙালি, কিন্তু বাঙালি। আমি এখানে কোনোরকম নাটক করতে এখানে আসিনি। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করবো। বর্ষীয়ান অভিনেত্রীর দাবি, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব তাঁকে নির্দেশ দিয়েছেন তৃণমূলের হয়ে প্রচারের জন্য। আমার খুবই ভালো লাগছে এই দায়িত্ব দেওয়ার জন্য। 

 


 অন্যদিকে মমতাজিকে তাঁর ভালোবাসা ও সন্মান জানাতেও ভুললেন না জয়া বচ্চন। তাঁর কথায়, উনি (মমতা) একা একজন মহিলা হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ছে। ওনার পা ভাঙা মাথা ভাঙা থাকলেও মন কেউ ভাঙতে পারেনি। ওনার পাশে সবসময় আছি। শেষমেষ তিনি একটি রবীন্দ্র সংগীতও গাইলেন। বিকেলেই তিনি টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের হয়ে রোড শো করলেন।





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.