বোম্বে হাইকোর্টে ধাক্কা খেয়েই ইস্তফা মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর

বোম্বে হাইকোর্টে ধাক্কা খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইস্তফা দিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। উল্লেখ্য, মুম্বইয়ের প্রাক্তণ পুলিশ কমিশনার পরমবীর সিংয়ের আনা দুর্নীতির অভিযোগের মামলায় বোম্বে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। হাইকোর্ট ১৫ দিনের মধ্যে প্রাথমিক তদন্ত শুরুর নির্দেশ দেয় সোমবার সকালে। চাপে পড়ে দুপুরেই ইস্তফা দিলেন অনিল দেশমুখ। মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক জানিয়েছেন, হাই কোর্টের নির্দেশের পরই শরদ পাওয়ার ও শিব সেনা নেতাদের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন দলীয় নেতাদের কাছে। এনসিপির তরফ থেকে পদত্যাগ পত্র গ্রহণ করা আর্জি জানানো হয়েছে উদ্ধব ঠাকরের কাছে।

 

 উল্লেখ্য, তোলাবাজি ও দুর্নীতি নিয়ে প্রথমে সুপ্রিম কোর্ট এবং পরে বোম্বে হাইকোর্টে মামলা করেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং। মামলায় তিনি সিবিআই তদন্তের আর্জি জানান। তাঁর আবেদন মেনে নিয়ে বোম্বে হাইকোর্ট ১৫ দিনের মধ্যে তদন্ত শুরুর নির্দেশ দেয় সিবিআইকে। ঘটনার শুরু হয়েছিল গত ফেব্রুয়ারিতে। শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের পরই আচমকা মুম্বইয়ের পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরমবীর সিংকে। এই ঘটনার পরই প্রাক্তন পুলিশকর্তা উদ্ধব ঠাকরেকে একটি ছয় পাতার চিঠি লেখেন। তাতেই তিনি তোলাবাজির অভিযোগ তুলেছিলেন।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.