বিজয় মিছিল করা যাবে না : নির্বাচন কমিশন

মাদ্রাজ হাইকোর্ট সোমবার তীব্র নিন্দা করেছিলেন নির্বাচন কমিশনকে| করোনা পরিস্তিতিতে ভোটের কর্মকান্ডে অখুশি ছিলেন মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি ও তাঁর সহযোগী, তাঁরা খুনের মামলাতে জড়িয়ে দেওয়ার মতো অভিযোগ তুলেছেন কমিশনের বিরুদ্ধে | নিঃসন্দেহে বিষয়টি অসম্মানের | এর আগে কলকাতা হাইকোর্টও সমালোচনা করেছিলেন নির্বাচন কমিশনের | অবশেষে নতুন সির্দ্ধান্ত নিলেন নির্বাচন কমিশন | তারা মঙ্গলবার জানালেন যে কটি রাজ্যে নির্বাচন হয়েছে তার ফল বেরোবে ২ মে থেকে ৩ মে র মধ্যে | ফল যার দিকেই যাক না কেন তারা বিজয় মিছিল বের করতে পারবে না , জানিয়ে দিলেন নির্বাচন কমিশন | এই সির্দ্ধান্তকে স্বাগত জানালেন বিজেপির মুখপাত্র শিশির বাজোরিয়া, মেনে নিলেন সিপিএমের রবীন দেব কংগ্রেসের আব্দুল মান্নান | মান্নান অবশ্য কমিশনের তীব্র সমালোচনা করেন, বলেন সরকারি দলের এতদিন সুবিধা করে এখন লোক দেখানো মন্তব্য করছেন | তৃণমূল কংগ্রেসের হাওড়ার প্রার্থী অরূপ রায় জানালেন, আমরা আগেই জানিয়ে দিয়েছি কোনও বিজয় মিছিল করবো না, শুধু এলাকায় এলাকায় রবীন্দ্র সংগীত চলবে |

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post