করোনা আক্রান্ত ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক সহ ৯

 


করোনার আঁচ গিয়ে পড়ল বেঙ্গালুরুর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) সেন্টারে । কোভিডে আক্রান্ত হলেন ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল-সহ ৯ জন । ভারতীয় দলের সবিতা পুনিয়া, শর্মিলা দেবী, রজনী, নভজ্যোৎ কৌর, নবনীত কৌর ও সুশীলা করোনায় আক্রান্ত । দলের ভিডিয়ো বিশ্লেষক অম্রুতাপ্রকাশ এবং বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা ওয়েন লোম্বার্ডের করোনা পরীক্ষার ফলও পজিটিভ। তবে তাঁদের কোনও উপসর্গ নেই । সবাইকেই রাখা হয়েছে  পর্যবেক্ষণে । ভারতের মহিলা হকি দল অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছে বেঙ্গালুরুর সাইয়ে ।  

খেলোয়াড়দের ঘরে খাবার দেওয়ার তিন কর্মী , গত সপ্তাহেই করোনা আক্রান্ত হন । এমনটাই সূত্রের খবর । এছাড়াও সাইয়ের কর্মীরা সেন্টার থেকে বেরিয়েছেন এবং ঢুকেছেন । ফলে সংক্রমণের আশঙ্কা থেকেই যায় । করোনা পরিস্থিতিতে খেলোয়াড়দের সেন্টার থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া  নিয়েও প্রশ্ন তুলেছে সাই । পাশাপাশি সাইয়ের দাবি, বেশ কয়েকজন খেলোয়াড়কে বাইরে থেকে খাবার আনিয়ে সেন্টারের মধ্যে খেতে দেখা গিয়েছে । যা বায়ো-বাবলের নিয়মের বাইরে । সূত্রের খবর, সাইয়ের বায়ো-বাবলের ব্যবস্থায় একেবারেই সন্তুষ্ট নয় হকি ইন্ডিয়া।

অলিম্পিকের প্রস্তুতি শুরুর আগেই কোভিডের ধাক্কায় সমস্যার মুখে ভারতের মহিলা হকি দল । এ নিয়ে সাই এবং হকি ইন্ডিয়ার মধ্যে চাপানউতোর তুঙ্গে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post