কয়লা পাচারের টাকা অভিষেকের স্ত্রী ও শ্যালিকার মাধ্যমেই বিদেশে পাচার হত, দাবি ইডির


পশ্চিমবঙ্গে ভোটের মধ্যে কয়লাপাচার নিয়ে আদালতে চাঞ্চল্যকর দাবি করল ইডি। ইডির দাবি, ২০২০ সালে অশোক মিশ্র কয়লা পাচারের মোট ১৬৮ কোটি টাকা পাচার করেছেন। বৃহস্পতিবার দিল্লির বিশেষ আদালতে তদন্তকারী ইডি-র পক্ষে জানানো হয়েছে, কয়লাপাচারের বিপুল অংকের টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকার অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। এই কাজে তাঁদের সাহায্য করেছেন বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্র যিনি আবার মূল অভিযুক্ত লালার আত্মীয়। অশোক মিশ্রই রুজিরার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিতেন বলেই দাবি ইডি-র। তদন্তকারী সংস্থার আরও দাবি, জিজ্ঞাসাবাদের সময় অশোক জানিয়েছেন, বিনয়ের নির্দেশে অনুপের থেকে পাওয়া টাকাই ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। পুরো বিষয় জানিয়ে ইডি দিল্লির বিশেষ আদালতে হলফনামা জমা দিয়েছে। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.