শনিবার চতুর্থ দফা ভোটের আগে কলকাতায় এসে পৌঁছলো ১০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট যাতে কোনরকম গন্ডগোল না হয় সেই কারণে বৃহস্পতিবার কলকাতা পুলিশ অধিকারীদের সঙ্গে বৈঠক করলেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। লালবাজার সূত্রের খবর, এখনও পর্যন্ত কলকাতায় ১০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। এরমধ্যে একটি বড় অংশকে শনিবার চতুর্থ দফার ভোটের কাজে লাগানো হবে। এছাড়া বেশ কিছু কেন্দ্রীয় বাহিনীকে ভোটকেন্দ্রে মোতায়েন করা হবে. আবার বেশকিছু বাহিনী শহরজুড়ে টহলদারি চালাবে । যদিও শনিবার কলকাতা পুলিশের আওতায় ৭২১ টি ভোটকেন্দ্রে ২ হাজার ৩৪৩ টি বুথে ভোট।
এছাড়া যেসমস্ত এলাকায় ৯ টি বা তার বেশি বুথ রয়েছে সেখানে দুই সেকশন কেন্দ্রীয় বাহিনী। ৫ টি ও তার বেশি বুথে দেড় সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকবে। এই চতুর্থ দফার ভোটের দিনে প্রায় সাড়ে চার হাজার অতিরিক্ত পুলিশ থাকবে। ৩৩ টি ডেপুটি পুলিশ কমিশনার থাকবে। ভোটের দিন সকাল থেকেই একাধিক জায়গায় উড়বে ড্রোন। ভোটে যাতে কোনভাবে অবাঞ্চিত ঘটনা না ঘটে সেদিকে নজর রাখতে এলাকায় টহল দেবে ১২৩ টি সেক্টর মোবাইল। ৯৪ টি কুইক রেসপন্স টাইম টহল দেবে কেন্দ্রীয় বাহিনী। ভোটারাগে বিভিন্ন এলাকায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে। যাতে ভোটের দিন কোন ও অশান্তির সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে তৎপর প্রশাসন।
চতুর্থ দফা ভোটের আগে কলকাতায় ১০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
0
April 09, 2021
Tags
Thank You for your important feedback