ব্রাজিলে করোনা রুখতে ব্যর্থ বলসোনারোর সরকার, তদন্তে সুপ্রিম কোর্ট


 দ্বিতীয়বার ব্রাজিলে করোনা আক্রন্তের সংখ্যা বেড়ে চলেছে। রেকর্ড অনুযায়ী অন্যান্য দেশের মতো ব্রাজিলেও ছাড়িয়ে গেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো  সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে বারবার। এবার ব্রাজিল সরকারের বিরুদ্ধে করোনা সংক্রমণ রুখতে কোনও পদক্ষেপ না নেওয়ার জন্য তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট এর প্রত্যুত্তরে জানান, দেশে এখন করোনার ভয়াবহ পরিস্থিতি চলছে। তারমধ্যে রাজনীতি চালাচ্ছে সুপ্রিম কোর্ট। যদিও প্রথম থেকেই লকডাউনে আপত্তি করেন বলসোনারো। তিনি মনে করেন, লকডাউন করা মানে দেশের অর্থনীতি ভেঙে পড়া। আর এই অর্থনীতি ভাঙা মানে করোনার থেকেও ভয়ঙ্কর।    



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.