শনিবার ভোটে কড়া নিরাপত্তা দিতে ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

করোনা দাপটের মধ্যেই শনিবার পঞ্চম দফার ভোট।  মূলত ৬ জেলায় ৪৫ টি আসনে ভোট হবে.এদিকে নিরাপত্তা আর ও জোরদার করতে এই দফায় মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। কমিশন সূত্রের খবর, ভোটের  কাজে থাকবে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই দফায় ভোট হচ্ছে , উঁত্তরবঙ্গের দার্জিলিংয়ে সব আসন, জলপাইগুড়ি জেলার সব আসন, কালিম্পংয়ের ১টি আসন, উত্তর ২৪ পরগনার ১৬ আসন, নদিয়ার ৮ আসন, পূর্ব বর্ধমানের ৮ আসন।পঞ্চম দফায় বারাসতে থাকছে ৬৯ কোম্পানি, ব্যারাকপুরে  ৬১ কোম্পানি, বসিরহাটে ১০৭ কোম্পানি, বিধান নগরে ৪৬ কোম্পানি, দার্জিলিংয়ে ৬৮ কোম্পানি, জলপাইগুড়িতে ১২২ কোম্পানি, কালিম্পংয়ে ২১ কোম্পানি, কৃষ্ণনগরে ১১ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৫৫ কোম্পানি, রানাঘাটে  ১৪০ কোম্পানি,শিলিগুড়িতে ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট বুথের সংখ্যা ১৫,৭৮৯.এদিকে এই দফায় কোনরকম  ঝামেলা না হয় অন্যদিকে করোনা জের জাওমায়েতের ওপর নজর রাখতে একাধিক  কেন্দ্রীয় বাহিনী। wb election 2021

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.