শেষ তিন দফা একসাথে!


 অবশেষে সম্ভবত শেষ  তিন দফার নির্বাচন একসাথে হতে পারে  | যেহারে  ভয়ঙ্কর ভাবে করোনা সংক্রমণ বাড়ছে এবং ভারতে রোজ প্রায় ২ লাখ  করে মানুষ সংক্রমিত হচ্ছে | পশ্চিমবঙ্গ করোনা ভাইরাসের বাইরে নয় ফলে সচেতনতার অভাব দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলির মধ্যে | রোজই দিল্লির নেতারা কোমর বেঁধে এই রাজ্যে আসছেন এবং পিছিয়ে নেই তৃণমূল দলও | প্রত্যেকদিন দুই  দলের  হাযার হাজার  জনসভা হচ্ছে এবং সয়ে সয়ে মানুষ সেখানে   একত্রিত হচ্ছে। ফলে ১৫ দিন বাদে সামাল দেওয়া যাবে না এটা যে নির্বাচন কমিশন জানে না এমন নয় তবে ঘোষিত তারিখ খুব সমস্যা না হলে পরিবর্তিত হয় না | কিন্তু বর্তমানে দেশ জুড়ে সাধারণ মানুষ বাংলার জনসভার দৃশ্য দেখে আতংকিত | প্রশ্ন উঠেছে, ভোটের পর এই সংক্রমণ ভয়ানকভাবে  ছড়িয়ে যাবে সারা দেশে | বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে শুক্রবার সর্বদল বৈঠক করবেন নির্বাচন কমিশন এবং হয়তো ২২ এপ্রিল বাকি ভোট একসাথে করার পরিকল্পনায় নির্বাচন কমিশন।   




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.