মহারাষ্ট্রে করোনা বিরাট আকার ধারণ করেছে। ওই রাজ্যের বিভিন্ন জেলা ও শহরে নাইট কার্ফু বা আংশিক লকডাউন শুরু হয়েছে। ইতিমধ্যে মহারাষ্ট্র সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটবে কিনা সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডেকেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। উদ্ধব ঠাকরে বৈঠক করবেন রাজ্যের মন্ত্রী এবং পদস্থ আমলাদের সঙ্গে। রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রাখা নিয়ে একটা উদ্বেগ তৈরি হয়েছে মহারাষ্ট্রে। কারণ যে পরিমান মানুষ রোজ করোনা আক্রান্ত হচ্ছেন সেই পরিমান ভ্যাকসিন মিলছে না বলেই কেন্দ্রকে তোপ দেগেছিলেন উদ্ধব। শনিবার সে সব নিয়েই আলোচনা হবে। তবে একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে যে মহারাষ্ট্র সম্পূর্ণ লকডাউনের পথেও হাঁটতে পারে। রাজ্যে যেভাবে সংক্রমণের হার বেড়ে চলেছে রুখতেই বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে মহারাষ্ট্রের সরকার। এমনকি লকডাউনের ইঙ্গিতও দেন উদ্ধব ঠাকরে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্র
मुख्यमंत्री उद्धव बाळासाहेब ठाकरे आज रात्री ८.३० वाजता राज्यातील जनतेला संबोधित करतील. https://t.co/FCjPd5w861
— Office of Uddhav Thackeray (@OfficeofUT) April 2, 2021
Thank You for your important feedback