করোনার দ্বিতীয় ঢেউয়ে কি ফের বন্ধ হবে ট্রেন পরিষেবা? উত্তর দিল রেল

দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। বিগত এক সপ্তাহে রোজই নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন লক্ষাধিক মানুষ। ফলে চিন্তিত বিশেষজ্ঞরা। দেশে করোনার প্রথম ধাক্কার পর দেশজুড়ে জারি করা হয়েছিল লকডাউন। ফলে বন্ধ হয়ে গিয়েছিল গণ পরিবহণ। এরমধ্যে ছিল ভারতের ‘লাইফলাইন’ ভারতীয় রেল। লকডাউনে প্রায় সাত মাস বন্ধ ছিল স্বাভাবিক ট্রেন চলাচল। স্বাভাবিক বলা হচ্ছে কারণ, পরিযায়ী শ্রমিক ও বিভিন্ন রাজ্যে আটকে পড়া ব্যক্তিদের নিজের রাজ্যে ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছিল রেল। এরপর আনলক পর্বে শুরু হয় স্পেশাল ট্রেন সার্ভিস। যদিও সংখ্যাটা খুবই কম। এখনও দেশজুড়ে স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল। এই পরিস্থিতিতে ফের নতুন করে করোনার সংক্রমণ উর্ধ্বমুখী। যাকে বিশেষজ্ঞরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউ। ফলে প্রশ্ন উঠছে এবারও কি লকডাউন হবে? ট্রেন চলাচল কী ফের বন্ধ হয়ে যাবে? 


ইতিমধ্যেই বহু রাজ্যের পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্যে ফিরতে শুরু করেছেন। যদিও রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা আশ্বস্ত করলেন এই বলে, ট্রেন পরিষেবা কাটছাঁট বা বন্ধ করার কোনও পরিকল্পনা নেই।  তিনি আরও জানিয়েছেন, প্রয়োজনমাফিক ট্রেন পরিষেবা দেওয়ার জন্য রেল প্রস্তুত। যখন যেমন চাহিদা, তেমন পরিষেবা দেওয়া হবে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। গরমের সময় এমনিতেই চাহিদা থাকে। এবং সেই চাহিদা মেটাতে ইতিমধ্যেই কয়েকটি বিশেষ ট্রেনের পরিষেবা ঘোষণা করা হয়েছে। এমনকি ট্রেনে চড়তে কোভিড নেগেটিভ সার্টিফিকেটের বিষয়টিও উড়িয়ে দিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post