৫০০ টাকার ধাক্কা, জরিমানার ভয়ে স্টেশনে-ট্রেনে সকলের মুখেই মাস্ক!

দেশজুড়েই ভয়াবহভাবে করোনা সংক্রমণ বাড়ছে, এই বেড়ে যাওয়ার অন্যতম কারণ গোষ্ঠী সংক্রমণ। আর এই বাংলায় গোষ্ঠী সংক্রমণের অন্যতম কারণ রাজনৌতিক জামায়েত। তবে সারা ভারতের খবর লোকাল ট্রেনে যাতায়াত করা যাত্রীদের মাধ্যমে সংক্রমণ বেশি ছড়াচ্ছে বলেই ধারণা। মুম্বই শহরে ২০২০ সালে সংক্রমণ ছড়িয়েছিলো বহিরাগত এবং ধারাভি বসতি অঞ্চল থেকে। কিন্তু এবারে গোষ্ঠী সংক্রমণ লোকাল ট্রেন থেকে চড়াচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।  পশ্চিমবঙ্গেও লোকাল ট্রেন নির্ভর বহু মানুষ। বিশেষ করে শিয়ালদা এবং হাওড়া থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এমনিতেই আক্রান্ত হয়েছেন বহু রেলকর্মী। ফলে লোকাল ট্রেন চালাতে সমস্যায় পড়ছেন পূর্ব রেলের কর্তারা। রোজই বাতিল করতে হচ্ছে ট্রেন। 


এরপরই রেলমন্ত্রক কড়া মনোভাব নেয়। স্টেশন এবং ট্রেনের কামরায় মাস্ক ছাড়া দেখা গেলেই ৫০০ টাকা জরিমানা করা হবে বলে নির্দেশিকা দেয় রেল। ফলে সোমবার থেকেই রেলওয়ে পুলিশ ফোর্স  কড়া মনোভাব নিয়েছে। স্টেশনে কিংবা ট্রেনে মাস্ক ছাড়া কাউকে দেখলেই ৫০০ টাকা জরিমানা করছে রেল পুলিশ। দমদম, শিয়ালদা, হাওড়ার মতো বড় স্টেশনে নজরদারি চলছে। রেল কর্তাদের বক্তব্য এই পদক্ষেপ আরও বাড়বে। একেবারে গরিব মানুষ হলে হয়তো টাকা জরিমানা দিতে পারবে না, তাঁদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ কিছুক্ষন আটকে রেখে ছাড় দেওয়া হচ্ছে, এমনই সংবাদ পাওয়া যাচ্ছে শিয়ালদা শাখায়। তবে বেশিরভাগ যাত্রীদের মুখেই মাস্ক দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে নিত্যযাত্রীদের অনেকেই বলছেন, বিলম্বিত বোধদয়। আগেই জরিমানার কথা ঘোষণা করলে আরও ভালো হত।    

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post