তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চেতলা


বৃহস্পতিবার রাতে ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ বেঁধে যায়। ঘটনার জেরে চেতলা রোডের সামনে একাধিক গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রীর বাড়ির ঢিলছোড়া দূরত্বেই দুই দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। এরপর চেতলা মোড়ে দফায় দফায় চলে অবরোধ। বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূলের কর্মীরাই তাঁদের ব্যানার-ফেস্টুন ছিঁড়েছেন। এই নিয়ে রাতে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায় চেতলা মোড়ে। পরে বিজেপি চেতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ঘটনার জেরে মুখোমুখি হয়ে যায় দুই দলের কর্মী সমর্থকরা। বিজেপি স্লোগান দিলে পাল্টা দল স্লোগান তোলে তৃণমূলও। এরপরই শুরু হয় ইট বৃষ্টি। এদিকে রুদ্রনীলের দাবি, প্রচারকাজ সেরে ফেরার পথে তাঁদের কর্মীদের ওপর হামলা করা হয়েছে, গাড়িও ভাঙচুর করা হয়েছে। তাঁর আরও দাবি, তৃণমূলকর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র ও বোমা ছিল। হামলায় তাঁদের ১৫ জন কর্মী জখম হয়েছেন বলেই জানিয়েছেন বিজেপি প্রার্থী। যদিও হামলার ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। তবে গোলমাল থামাতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। গভীর রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা ছিল।



 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.