বহু রেলকর্মীর সংক্রমণ, আজ শিয়ালদায় বাতিল ২৫টি লোকাল ট্রেন

করোনাকালে রেলের নিত্যযাত্রীদের মন-মেজাজ ভালো রাখতে লোকাল ট্রেনের কামরায় রবীন্দ্র সঙ্গীতের মুর্ছনা শোনাচ্ছে রেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে করোনা সংক্রমণ ঠেকাতে ঘনঘন সচেতনতামূলক প্রচারও চলছে লোকাল ট্রেনের কামরায়। তবুও করোনা সংক্রমণ ক্রমাগত ছড়িয়ে পড়ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই রেলের প্রথমসারির বহু কর্মীই করোনায় আক্রান্ত হয়েছেন। যার জেরে পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছিলেন রেলযাত্রীরা। এবার প্রায় সেই আশঙ্কাই সত্যি হল। শনিবার শিয়ালদা ডিভিশনে বাতিল করতে হয়েছে ২৫টি লোকাল ট্রেন। জানা যাচ্ছে, রেলের গার্ড, চালক, টিকিট পরীক্ষকের মতো প্রথমসারির কর্মীরাই করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে শিয়ালদহ ডিভিশনের ১৪ জন গার্ড করোনা-আক্রান্ত হয়ে পড়েছেন। ফলে লোকাল ট্রেন পরিষেবায় প্রভাব পড়েছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ ও আসানসোল ডিভিশনের কর্মীরা জানাচ্ছেন মোটরম্যান, গার্ড ও অন্য সামনের সারির কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন। 


সূত্রের খবর, শুক্রবার বিকাল পর্যন্ত হাওড়া ডিভিশনের ৩৪ জন, শিয়ালদহ ডিভিশনের ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই। এছাড়া আসানসোল ডিভিশনের ৮ পদস্থ আধিকারিক-সহ অন্তত ৩০ জন সংক্রামিত হয়েছেন। ফলে শুক্রবার শিয়ালদা ডিভিশনে মোট ২৬টি ট্রেন বাতিল করতে হয়েছিল। শনিবারও একই পরিস্থিতি থাকায় ফের ২৫টি লোকাল ট্রেন বাতিল করতে হয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে মোটরম্যানের সংখ্যা প্রায় ৩৫০, গার্ড রয়েছেন ৪০০-র কাছাকাছি। এরমধ্যে ১৪ কয়েক ঘন্টার মধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে পর্যাপ্ত গার্ড ও মোটরম্যান না মেলায় সময়মতো ট্রেন চালানো অসম্ভব হয়ে পড়ছে। যদিও পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলছেন, 'আমরা এই কঠিন অবস্থার মধ্যেও পরিষেবা যথাযথ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবুও যাত্রীদের একাংশ মনে করছেন আগামীদিনে আরও ট্রেন না বাতিল হয়।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post