উদ্বেগ বাড়াচ্ছে করোনা, রাজ্যে ফের সাত হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ

উদ্বেগ বাড়িয়ে ফের সাত হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ। ভোটমুখী পশ্চিমবঙ্গে আজ অর্থাৎ শনিবার পঞ্চম দফার ভোট চলছে। এখনও বাকি তিন দফা। এরমধ্যেই করোনা সংক্রমণ লাগামছাড়া। শুক্রবার রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৬,৯১০ জন। এরমধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন  ১,৮৪৪ জন। কলকাতার পাশাপাশি করোনা সংক্রমণে জোরদার টক্কর দিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা। শুক্রবার একদিনেই এই জেলার ১,৫৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। হাওড়ায়২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ৪২০ জন। সবমিলিয়ে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক বলেই মনে করছেন চিকিৎসক মহল। ইতিমধ্যেই কোভিড হাসপাতালে বেড অমিল। কিছু জায়গায় বেড বাড়ানো হলেও চিকিৎসক ও প্যারা মেডিকেল স্টাফ কম। 

 


ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। রাজ্যে সর্বোচ্চ হারে দৈনিক সংক্রমণ বাড়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যাও বাড়ছে দিন দিন। ফলে কমছে সুস্থতার হার। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৪১,০৪৭ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯১.৯৯ শতাংশে। পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্যে ২৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০,৫০৬ জন। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে আরও সচেতন হওয়ার বার্তা দিল নির্বাচন কমিশন। প্রচারের সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি শেষ তিন দফায় ৭২ ঘন্টা আগেই প্রচার শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.