বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৮.৩৬ শতাংশ, শীর্ষে জলপাইগুড়ি

 


শনিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গে চলছে পঞ্চম দফার ভোটগ্রহণ। ৬ জেলায় মোট ৪৫ আসনে চলছে ভোটগ্রহণ। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি আসনে আজ ভোট। সকাল থেকেই বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির খবর ছাড়া নির্বিঘ্নেই চলছে ভোটপর্ব। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৭৮.৩৬ শতাংশ। এরমধ্যে শীর্ষে রয়েছে জলপাইগুড়ি জেলা। এই জেলায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮১.৭১%, এছাড়া দার্জিলিংয়ে ৭৪.৬০%, কালিম্পংয়ে ৬৯.৫৬%, নদিয়ায় ৮১.৫০%, উত্তর ২৪ পরগনায় ৭৫.১৪% এবং পূর্ব বর্ধমানে ৮১.৬৭% ভোট পড়েছে। এবার দেখে নিন কোন আসনে কত ভোট পড়ল…

জলপাইগুড়ি জেলা—

ডাবগ্রাম ফুলবাড়ি- ৮০.৮০%
ধুপগুড়ি- ৭৯.৫২%
জলপাইগুড়ি- ৮০.৬০%
মাল- ৮২.১৪%
ময়নাগুড়ি- ৮৫.৬৫%
নাগরাকাটা- ৭৯.৫৯%
রাজগঞ্জ- ৮৩.৮০%

দার্জিলিং জেলা-

দার্জিলিং- ৬৬.৩২%
কার্শিয়াং- ৬৪.৬৩%
মাটিগাড়া নক্সালবাড়ি- ৮১.৬৫%
ফাঁসিদেওয়া- ৮৪.১০%
শিলিগুড়ি- ৭৪.৮৩%

কালিম্পং- ৬৯.৫৬%

নদিয়া জেলা—

চাকদা- ৮৩.৪৫%
হরিনঘাটা- ৮৪.৩৫%
কল্যাণী- ৮২.৩৯%
কৃষ্ণগঞ্জ- ৮১.১৯%
রানাঘাট উত্তর পূর্ব- ৭৮.০১%
রানাঘাট উত্তর পশ্চিম- ৮০.০১%
রানাঘাট দক্ষিণ- ৮১.০৬%
শান্তিপুর- ৮২.০৬%
 
উত্তর ২৪ পরগনা জেলা—


বরাহনগর- ৭১.১২%
বারাসাত- ৭৭.৭১%
বসিরহাট উত্তর- ৮১.০০%
বসিরহাট দক্ষিণ- ৮৩.৩০%
বিধাননগর- ৬১.১০%
দেগঙ্গা- ৮২.৩০%
দমদম- ৭২.০০%
হাড়োয়া- ৭৯.১০%
হিঙ্গলগঞ্জ- ৭২.০০%
কামারহাটি- ৬৭.০০%
মধ্যমগ্রাম- ৮১.৫৯%
মিনাখাঁ- ৭৩.০০%
পানিহাটি- ৭১.০০%
রাজারহাট গোপালপুর- ৬৪.৮৪%
রাজারহাট নিউটাউন- ৭৬.২৬%
সন্দেশখালি- ৮৪.০০%

পূর্ব বর্ধমান জেলা—

বর্ধমান উত্তর- ৮২.০০%
বর্ধমান দক্ষিণ- ৭৫.০১%
জামালপুর- ৮৪.২২%
কালনা- ৮৩.৭৭%
খণ্ডঘোষ- ৮২.৭৫%
মেমারি- ৮২.৮৯%
মন্তেশ্বর- ৮২.০০%
রায়না- ৮১.১২%

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.