চুরি করেও ‘সরি’ লিখে করোনার টিকা ফেরত দিয়ে গেল ‘মানবিক চোর’

বুধবার রাত থেকে উধাও হয়ে গিয়েছিল ‘কোভিশিল্ড’ আর কোভ্যাক্সিন’-এর ১ হাজার ৭১০টি ডোজের বাক্স। হরিয়ানায় এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য প্রশাসনে। শুক্রবার সকালে আচমকাই দেখা গেল, ওই টিকার বাক্সগুলি হাসপাতালেই ফিরে এসেছে। সেই সঙ্গে একটি ছোট্ট চিরকুট। তাতে না বুঝে করোনার টিকা চুরির জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন ওই ‘মানবিক চোর’। গোটা ঘটনায় হতবাক হরিয়ানার শীর্ষ পুলিশ ও প্রশাসনের কর্তারা। আর ঘটনা জানাজানি হতেই রীতিমতো ভাইরাল ওই চিরকুট। 

হরিয়ানা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই রাজ্যের ঝিন্দ এলাকার এক হাসপাতাল থেকে গত বুধবার করোনা টিকার বাক্সগুলি চুরি গিয়েছিল। শুক্রবার সেই হাসপাতাল চত্বরের একটি চায়ের দোকানেই পাওয়া যায় সেই বাক্সগুলি। পাশে ছিল একটি হিন্দিতে লেখা চিরকূট। তাতে সেই ‘মানবিক চোর’ লিখেছেন, ‘আমি খুব দুঃখিত। বুঝতেই পারিনি এর মধ্যে করোনার ওষুধ ছিল (সরি, পাতা নেহি থা ইসমে করোনা কি দাওয়াই থি)’। পুলিশ জানিয়েছে, ওই বাক্সগুলিতে ছিল ১,২৭০টি কোভিশিল্ড এবং ৪৪০টি কোভ্যাক্সিন টিকার ডোজ। যদিও পুলিশ এখন ওই ‘সহৃদয়’ চোরের খোঁজ করছে। পুলিশের ধারণা, অ্যান্টি ভাইরাল ওষুধ রেমডিসিভির চুরি করতে এসেছিল ওই ব্যক্তি। তবে ভুল করেই করোনার টিকা চুরি করে নিয়ে যান তিনি। যদিও টিকা চুরি যাওয়ায় ওই এলাকায় টিকাকরণ প্রক্রিয়া ব্যহত হয়।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post