আতঙ্কের করোনাঃ দেশে একদিনেই মৃত ২,৬২৪, তিন দিনে আক্রান্ত ১০ লাখ!

গত তিন দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল দশ লাখ। মারণ ভাইরাস ক্রমশ থাবা বসাচ্ছে ভারতে। গত ২৪ ঘন্টায় (শুক্রবার) ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। পরিসংখ্যানই বলছে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। তবে মৃত্যুতেও পিছিয়ে নেই ভারত। গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ২,৬২৪ জন করোনা আক্রান্ত। ফলে এখনও অবধি করোনায় প্রাণ হারালেন ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, দেশে হু হু করে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। ২৪ ঘন্টায় আক্রান্ত যেখানে প্রায় সাড়ে তিন লাখ, সেখানে করোনা মুক্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৩৮ জন। ফলে সক্রিয় রোগীর সংখ্যা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ২৫ লাখ ৫২ হাজার ৯৪০ জনে। করোনার প্রথম পর্যায়েও এত সংখ্যক করোনা রোগী ছিল না ভারতে। কিন্তু দ্বিতীয় ধাক্কায় ক্রমশ জটিল হচ্ছে দেশের পরিস্থিতি। ইতিমধ্যেই সংক্রমণ ও মৃত্যুতে ভারত বিশ্বে এক নম্বরে চলে এসেছে। ফলে বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলেতে যেমন বেডের হাহাকার তেমনই অক্সিজেনের আকাল দেখা দিচ্ছে। যদিও টিকাকরণে জোর দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এখনও পর্যন্ত দেশে ১৩ কোটি ৮৩ লাখ ৭৯ হাজার ৮৩২ জন টিকা পেয়েছেন। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post