একদিকে রেকর্ড গড়েছে করোনা সংক্রমণ। অন্যদিকে ভারতের বিভিন্ন প্রান্তের সঙ্গে প্রবল গরম এই বাংলায়। শোনা গিয়েছিল করোনা সংক্রমণ নাকি শীতের সময়ে আক্রমণ করে কিন্তু নতুন সংক্রমণ বা করোনার দ্বিতীয় ঢেউ চরিত্র পাল্টে গ্রীষ্মকালীন সংক্রমণে পরিণত হয়েছে। একই সাথে বাংলার বিভিন্ন প্রান্তে প্রবল গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। ফলে সানস্ট্রোক হচ্ছে অনেকেরই, সমস্যা এখানেই। রাস্তায় কেউ গরমে অসুস্থ হলে চট করে কেউ এগিয়ে আসছে না, ভাবছে নিশ্চই করোনা আক্রান্ত। আবহাওয়া দফতর থেকে জানানো হচ্ছে এমন গরম চলবে, সাথে গরম হওয়া। এই প্রবল গরমে মুখে মাস্ক, মাথা ঢেকে স্বাভাবিক ভাবেই কষ্ট পাচ্ছেন অনেকে। তবে করোনার হাত থেকে বাঁচতে যা অত্যন্ত জরুরি। এককথায় অবস্থা বেশ জটিল অবস্থা।
করোনার সাথে গরম
0
April 24, 2021
Tags
Thank You for your important feedback