দেড় মাসের মধ্যেই দৈনিক মৃত্যু ২০০০ হতে পারে

 

একটি বিশেষ সংস্থা রিপোর্ট বের করেছে যা জেনে আতঙ্কিত বিশেষজ্ঞ মহল। এই খবর ভারতের মধ্যে গেলে তারা আরও আতঙ্কিত হয়ে পড়বে। জানা গিয়েছে জুন মাসের প্রথম থেকে করোনা আক্রান্ত হয়ে প্রতিদিন ২২০০ থেকে ২৩০০ মানুষের মৃত্যু হওয়ার সম্ভবনা দেখা যাচ্ছে ভারতে। সেক্ষেত্রে মড়ক অবস্থান সর্বকালের সর্বোচ্চ হতে চলেছে ভারতে। এবং  সর্বকালের বিশ্ব রেকর্ডও। দেশে করোনার প্রভাব প্রথম দফায় সংক্রমিতের ৭৫ শতাংশ ৬০ থেকে ১০০ জেলায় ছিল। দ্বিতীয় দফায় করোনার সংক্রামণে আক্রান্তের ৭৫ শতাংশ ২০ থেকে ৪০ জেলায়। দ্বিতীয় দফায় সংক্রামণের হার অনেক বেশি এবং দ্রুত। উপসর্গহীন বা অল্প উপসর্গ প্রচুর বেড়েছে। মানুষ প্রাথমিকভাবে ধরতেই পারছে না সংক্রমণ। টিকাকরণ ভীষণ রকম দরকার। শুক্রবার ভারতে ২,১৭,৩৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা ভয়ঙ্কর।      

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post