দেশে দ্বিতীয়বার করোনার স্ট্রেন। হু হু করে বাড়ছে করোনা। অন্যদিকে করোনা যে বায়ুবাহিত রোগ তার একটি নয়া রিপোর্ট প্রকাশ হল। মূলত আন্তর্জাতিক ' জার্নাল ল্যানসেটে নয়া রিপোর্ট। এতদিন করোনা বায়ুবাহিত রোগ নয় দাবি করা হয়েছিল। কিন্তু নয়া রিপোর্ট অন্য কথা বলছে। আমেরিকা,ব্রিটেন, কানাডার গবেষকরা যুক্ত হয়ে এই গবেষণা করেছেন। গবেষণায় উঠে এসেছে এই রোগের যথার্থ কারণ। দেখে নেওয়া যাক এক নজরে:-
বাইরের তুলনায় ঘরে বেশি সংক্রমণ হচ্ছে।
হাসপাতাল কর্মীরা পি পি ই পরে আক্রান্ত হচ্ছেন।
হাসপাতালগুলিতে এয়ার ফিল্টারে ভাইরাস পাওয়া গেছে।
খাঁচা বন্দি প্রাণীদের থেকেও আক্রান্ত হচ্ছে।
কোনও গবেষণা এ পর্যন্ত ভাইরাসটি বায়ু বাহিত না-হওয়ার পক্ষে প্রমাণ নেই।
Thank You for your important feedback