মহারাষ্ট্র থেকে পরিযায়ীদের ঘরে ফেরাতে একশোর বেশি স্পেশাল ট্রেন

করোনার জেরে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। অথচ এই রাজ্যে বহু পরিযায়ী শ্রমিক কাজ করতে আসেন ভিনরাজ্য থেকে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই মহারাষ্ট্রে আতঙ্ক ছড়িয়েছে। লকডাউনের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যে উদ্ধব ঠাকরে ১৪৪ ধারা জারি করে জনতা কার্ফু লাগু করলেন। ফলে মহারাষ্ট্র ছাড়ার হিড়িক শুরু হয়েছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে। মুম্বই থেকেই সবচেয়ে বেশি শ্রমিক নিজের রাজ্যে ফিরতে মরিয়া। মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাল, থানে, ভিটি স্টেশনের বাইরে লম্বা লাইন। পরিস্থিতি সামাল দিতে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ১০৬টি স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করল মধ্য রেলওয়ে। মহারাষ্ট্রের মুম্বই ছাড়াও পুণে ও সোলাপুর থেকে উত্তর ভারতের বিভিন্ন শহরে এই স্পেশাল ট্রেনগুলি চালানো হবে। পরবর্তীকালে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে মধ্য রেল। অপরদিকে, পূর্ব মধ্য রেলও স্পেশাল ট্রেন চালাতে চলেছে পরিযায়ীদের ঘরে ফেরাতে। মূলত, বিহার, উত্তরপ্রদেশ এবং বাংলাতে পাঠানো হচ্ছে স্পেশাল ট্রেনগুলি। 





Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post