কাকা-কাকিমাকে মারধর করে জোর করে সম্পত্তি হাতানোর অভিযোগে বৃহস্পতিবার রাতে আটক করা হয় ২০১৮ সালে ভারতের জাতীয় কবাডি দলের খেলোয়াড় পায়েল চৌধুরীকে। আটক করা হয় তাঁর মা-বাবাকেও। অভিযোগ, বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে কাকা-কাকিমার উপর হামলা চালানোর পাশাপাশি তাদের বাড়ির পাঁচিল ভেঙে দেওয়া হয়। ঘটনা জানাজানি হতেই পালাতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে এক দুষ্কৃতীর মৃত্যু হয়। তবে পায়েল ও তাঁর পরিবারের মতে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
পায়েলদের বাড়ি চন্দননগরের হরিদ্রাডাঙার বিশালাক্ষীতলায়। পাশেই থাকেন তাঁর কাকা-কাকিমা। পাড়ার লোকের অভিযোগ, সম্পত্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল দুই পরিবারের। পায়েলের পরিবার জোর করে কাকাদের সম্পত্তি নেওয়ার চেষ্টা করছিল। শুরু থেকেই পাড়ার লোকজন পায়েলের কাকা-কাকিমার পাশে দাঁড়ায়। ঘটনার দিন ভয় দেখানোর উদ্দেশ্যে পায়েল বহিরাগত দুষ্কৃতী এনে কাকা-কাকিমার উপর চড়াও হয়। এরপর পায়েলের কাকিমা চিৎকার করলে এক দুষ্কৃতী তার হাতে ক্ষুর চালিয়ে দেয়। চেঁচামেচি শুনে পাড়া-প্রতিবেশী ছুটে এসে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে। অন্য দুই দুষ্কৃতী ছাদ থেকে লাফ মারে। একজন পালাতে সমর্থ হলেও, ছাদ থেকে পড়ে মৃত্যু অপর দুষ্কৃতীর। ধৃত দুই দুষ্কৃতীকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
Thank You for your important feedback